সোমবার, ৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পুলিশে কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪

সাতক্ষীরায় পুলিশে কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান
এম.এম হায়দার আলী
সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। ৪ এপ্রিল বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ০৯ জন শিক্ষার্থীকে তিনি নিজ হাতে মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।
এ সময় তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে । সেই সাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
মেধাবৃত্তি প্রদানকালে পুলিশের উর্দ্ধতন অফিসার সহ মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
0 Comments